ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে যুবক নিহত
প্রকাশিতঃ 6:12 pm | May 11, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে মো. সজীব (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব মিয়া স্থানীয় ছনকান্দা গ্রামের বাসিন্দা মজি মিয়ার ছেলে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহতের প্রতিবেশী চাচা মো. আজাদ জানান, ঘটনার সময় নিহত সজীব গরুর খাবারের জন্য মাঠে ঘাস কাটতে গিড়য়েছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। কিন্তু ঝড়ের কবলে গাছটি উপড়ে গিয়ে সজীব চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালের আলো/এমডিএইচ