প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

প্রকাশিতঃ 3:14 pm | June 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

শনিবার(৮ জুন) দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলী ও কার্যনির্বাহী সংসদের সদস্যদের নিয়ে সভাশেষে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, নেত্রীর নির্দেশনায় আমরা এবারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবো। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আমদের নেত্রীর সম্মতি নিয়ে অনুষ্ঠানসূচি নির্ধারণ করেছি। ২৩ জুন থেকে ২৩ জলাই কর্মসূচি চলবে। সারা দেশে জেলা উপজেলায় সভা-সমাবেশ, সেমিনার, র‌্যালি, আলোচনা সভা, পুস্তিকা প্রকাশ, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। আর রাজধানী ঢাকায় ৩ দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন, ২৩ তারিখ বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেয়া হবে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। ওই দিন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে পুস্পাস্তবক অর্পণ করবে।

২৪ তারিখ বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন প্রত্যেক জেলা থেকে ২জন প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দেয়া হবে। আমরা এরই মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে নাম পাঠানোর নির্দেশনা দিয়েছি। আর ২৫ তারিখ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পোস্টারিংয়ের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা বাড়াবড়ি করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এবারের ঈদযাত্রা সবচেয়ে স্বস্তিদায়ক হয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত উজ্জ্বল, সমুজ্জ্বল ঈদযাত্রা আর কোন সময়ে হয়নি।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি পেট্রোল বোমা পাওয়ার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এমনটি হতেই পারে। আজকাল ট্যারোরিজম একটা বৈশ্বিক সমস্যা। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দেশ নয়। আমরাও কোনো বিচ্ছিন্ন দেশের বাসিন্দা নই। এসব ঘটনা হতে পারে। তবে উদ্বিগ্ন হওয়ার মত কিছু ঘটেনি। আমরা সতর্ক আছি, শঙ্কিত নই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একে এম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, গোলাম রাব্বানী চিনু, ইকবাল হোসেন অপু, মারুফা আক্তার পপি, আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, এস এম কামাল হোসেন।

এছাড়া সহযোগী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

কালের আলো/পিআর/এমএম