পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩
প্রকাশিতঃ 9:15 am | October 26, 2025
পাবনা প্রতিবেদক, কালের আলো:
পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।
নিহত তাসনিয়া, তোহা ও ভ্যানচালক আকরামের বিস্তারিত ঠিকানা-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।
কালের আলো/এসআর/এএএন