গাজীপুরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশিতঃ 11:09 am | October 25, 2025
গাজীপুর প্রতিবেদক, কালের আলো:
তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের কোনাবাড়িতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৫ অক্টোবর) সকালে কোনাবাড়ী থানা বিএনপির সাবেক আহবায়ক মো. রবিউল ইসলাম রবি ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে এ পরিছন্নতাঅভিযান শুরু করা হয়।
‘নিজ আঙ্গিনায় পরিষ্কার রাখি সকলের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সদস্য সচিব মো. সাজ্জাদুর রহমান মামুন বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে ফুটপাত পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু করা হয়েছে।
এসময় তিনি নিজ আঙ্গিনাসহ আশেপাশের এলাকা পরিস্কার রাখতে সবার প্রতি আহবান জানান।
কালের আলো/আরডি/এমডিএইচ