জুলাই শহীদদের আত্মত্যাগের গুরুত্ব রক্ষা করতে হবে: মাহমুদুর রহমান
প্রকাশিতঃ 9:23 pm | October 23, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জুলাই শহীদদের আত্মত্যাগের গুরুত্ব রক্ষা করতে হবে— মন্তব্য করে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শহীদ আনাসসহ হাজারো শহীদ শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য জীবন দেননি। বড় রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিষ্ঠিত ক্ষমতার কাঠামো হারানোর ভয়ে জুলাইকে বিপ্লব না বলে শুধু আন্দোলন বলে থাকে। অথচ শহীদদের আত্মত্যাগ ও জনতার অকুণ্ঠ সমর্থনকে সরকারের বৈধতার সিঁড়ি হিসেবে না দেখে ১০৬ অনুচ্ছেদকে ভিত্তি মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফারইস্ট মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস-আপ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রক্রিয়া এবং গণঅভ্যুত্থানের মূল চেতনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
মাহমুদুর রহমান বলেন, গত কয়েক দিনে সরকারপ্রধানের সঙ্গে নির্বাচনকালীন প্রশাসন নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বিস্ময় প্রকাশ করা হয়েছে। যেকোনো নির্বাচনই এখন বড় রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য হয়ে গেছে। জুলাই যোদ্ধাদের লড়াই শেষ হয়নি। নির্বাচনের পরই সব সমাধান হয়ে যাবে— এমন ধারণা ভুল।
তিনি বলেন, জনগণের চেতনা ও আন্দোলনের শক্তি অব্যাহত রাখাই আমাদের প্রধান দায়িত্ব। গণমাধ্যমকেও শাসকের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। শহীদদের আত্মত্যাগকে শুধু ইতিহাসে রাখলে চলবে না, তা বাস্তবায়নের পথও তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন শুধু ক্ষমতার লড়াই ছিল না, এটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা ও স্বাধিকার রক্ষার সংগ্রাম। আমাদের বর্তমান প্রজন্মকে এই চেতনা ভুলতে দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের পাশে দাঁড়াতে হবে এবং একযোগে আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম বুলবুল, আপ বাংলাদেশের আহ্বায়ক আলি আহসান জুনায়েদ, এবি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদার ভূঁইয়া প্রমুখ।
কালের আলো/আরডি/এমডিএইচ