রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ 4:37 pm | October 23, 2025

ঢামেক প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল সরদার জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকার নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পা বাঁধা ও গেঞ্জির ছেঁড়া অংশ দিয়ে গলা প্যাঁচানো অবস্থায় ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই মো. রাসেল সরদার আরও জানান, ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কালের আলো/আরডি/এমডিএইচ