সিআইডি প্রধান হলেন শফিকুল ইসলাম

প্রকাশিতঃ 8:34 pm | May 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে পুলিশ অধিদফতর থেকে বদলি করে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে নৌ পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ অধিদফতরে এবং পুলিশ অধিদফতরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

কালের আলো/এএ