সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত 

প্রকাশিতঃ 5:31 pm | August 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়। নির্বাচনের রোডম্যাপ প্রকাশের প্রস্তুতির মধ্যে এ সভা হচ্ছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, নায়েবে আমির ঢাকা মহানগর উত্তর ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা।

রোববার বিএনপি প্রতিনিধি দলও নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি জানতে বৈঠক করেছিল।

কালের আলো/এসএকে