বিএনপি নেতা সেলিম ভূঁইয়া দুর্নীতির মামলায় খালাস
প্রকাশিতঃ 5:41 pm | August 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়াকে খালাসের আদেশ দিয়েছে আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম তাকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন সেলিম ভূঁইয়া। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য দিয়েছেন।
বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া আওয়ামী লীগ সরকারের সময় ঢাকার দনিয়া এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের পদ থেকে বরখাস্ত হন।
২০১৯ সালের ২০ জুন সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, সেলিম ভূঁইয়া দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন, তাতে তিনি ১ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য ‘গোপন’ করেছেন।
এছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে ৪ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে তিনি ১ কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন, যা তা জ্ঞাত ‘আয়বহির্ভূত’ সম্পদ হিসেবে প্রমাণিত।
মামলা তদন্ত করে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক কর্মকর্তা আবদুল ওয়াদুদ।২০২৩ সালের ২৪ অগাস্ট সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
মামলার ১০ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণের পর আসামির আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক শুনানি নিয়ে বৃহস্পতিবার রায় দিল আদালত।
কালের আলো/এইচএন/এমএএইচ