ময়মনসিংহে অস্ত্রের মুখে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার হয়নি ৪ মাসেও

প্রকাশিতঃ 10:12 pm | March 01, 2018

অপরাধ প্রতিবেদক, কালের আলো :

ময়মনসিংহে অস্ত্রের মুখে অপহৃত নবম শ্রেণীর স্কুল ছাত্রী জেনিয়া জ্যোতিকে (১৪) চার মাস পরেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে উদ্বেগ-উৎকন্ঠায় ভুগছে এ স্কুল ছাত্রীর পরিবার।

নিখোঁজ জেনিয়ার পরিবার জানায়, সদর উপজেলার চুরখাই সানরাইজ আইডিয়াল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী জেনিয়াকে গত বছরের ২৫ অক্টোবর অস্ত্রের মুখে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে অপহরণ করে প্রভাবশালী মেহেদী হাসান।

এ ঘটনার পর গত বছরের ২৯ অক্টোবর নারী শিশু নির্যাতন দমন আদালতে জেনিয়ার বাবা মোজাম্মেলন হোসেন সবুজ মামলা দায়ের করলে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

কিন্তু র্দীঘ সময়েও ওই স্কুল ছাত্রী উদ্ধার না হওয়ায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালতের কাছে পুনরায় স্কুল ছাত্রীকে উদ্ধারের প্রার্থনা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানা পুলিশকে নির্দেশ দেয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আদালতের নির্দেশনা পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভুুক্তভোগী জেনিয়ার বাবা মোজাম্মেল হোসেন সবুজ জানান, ঘটনার পর চার মাস পেরিয়ে গেলেও আমার মেয়ের কোন সন্ধান দিতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এখন আমার মেয়ে জীবিত না মৃত তাও জানতে পারছি না। এ অবস্থায় গত ২৭ ফেব্রুয়ারি র‌্যাব-১৪ বরাবরে আমার অপহৃত মেয়ে উদ্ধারের জন্য আবেদন জানিয়েছি।

এ বিষয়ে র‌্যাব-১৪ এর অপরারেশন অফিসার এস.এম হাফিজুল ইসলাম বাবুল জানান, অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

কালের আলো/এএজে/ওইচ