এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৫০ বিলিয়ন ডলার
প্রকাশিতঃ 1:36 pm | August 12, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬৩.৫০ বিলিয়ন বা ৬ হাজার ৩৫০ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সদ্য বিদায় নেওয়া ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৭.৫০ বিলিয়ন বা ৫ হাজার ৭৫০ কোটি টাকা। সে হিসাবে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৬ বিলিয়ন ডলার বা ৬০০ কোটি টাকা।
মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।
কালের আলো/এসআর/এএএন