গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সংবাদপত্রের অফিস ছুটি

প্রকাশিতঃ 8:50 pm | August 04, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদপত্রের অফিস ছুটি থাকবে। তবে এই ছুটির সময়ও বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করা যাবে।

সোমবার (৪ আগস্ট) নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন নোয়াবের সভাপতি এ কে আজাদ।

নোয়াব সদস্যদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ খ্রিষ্টাব্দ, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে।

এতে আরও বলা হয়, বিশেষভাবে উল্লখ্য যে, এই ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ