শেরপুর সীমান্তে ২৭৬ বোতল মদ আটক
প্রকাশিতঃ 8:49 pm | June 30, 2025

শেরপুর প্রতিবেদক, কালের আলো:
শেরপুরে সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে ২৭৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ আটক করেছে বিজিবি।
রোববার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হলদীগ্রাম বিওপির আওতায় সন্ধ্যাকুড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঝিনাইগাতীর পাহাড়ি এলাকা সন্ধ্যাকূড়া দিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তায় ভরা মাদক ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে টহল দলটি চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা উদ্ধার করে। এ সময় বস্তায় ভরা আমদানি নিষিদ্ধ ২৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন তারা। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা বলে জানায় বিজিবি।
কালের আলো/এমডিএইচ