‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত বিমান বাহিনী, খোলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র

প্রকাশিতঃ 10:44 pm | May 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে বিমান বাহিনীর পরিবহন বিমান ও হেলিকপ্টার। এছাড়া বিমান বাহিনী ঘাঁটি বাশারে খোলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র।

শুক্রবার(৩ মে) বিমান বাহিনী ঘাঁটি বাশারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, কুর্মিটোলায় পরিবহন বিমান সি-১৩০ এবং এএন-৩২ ঘূর্ণিরঝড় পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আক্রান্ত জনগণের তাৎক্ষনিক প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণের জন্য তিনটি এএন-৩২ বিমান প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া, ক্ষয়ক্ষতি নিরূপন, ত্রাণ বিতরণ ও মেডিক্যাল ইভাকুয়েশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২টি এমআই-১৭ এবং ২টি এডব্লিউ-১৩৯ হেলিকপ্টার।

মেডিক্যাল ইভাকুয়েশনের জন্য ৩টি এল-৪১০ বিমান ও ৩টি টিম প্রস্তুত রয়েছে দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার জন্য।

৩টি এএন-৩২ বিমানের মাধ্যমে প্যারাসুটের সাহায্যে দুর্যোগপূর্ণ এলাকায় বিতরণের জন্য ১৫০০ প্যাকেট ত্রাণ প্রস্তত রাখা হয়েছে। এদিকে বিমান বাহিনী ঘাঁটি মতিউর রহমান বরিশাল বিমান বন্দরে প্রয়োজনীয় জনবল ও বিমান মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

কালের আলো/এনএস/এমএইচএ