সকালের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়
প্রকাশিতঃ 8:54 am | June 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের দক্ষিণ ও উপকূলীয় কয়েকটি অঞ্চলে সকাল ৯টার আগেই ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে।
এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সমুদ্রের অবস্থাও স্থির নয়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি থেকে প্রবল অবস্থায় অবস্থান করছে।
ফলে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায় হতে পারে বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই লঘুচাপের প্রভাবে ক্ষতি এড়াতে চট্টগ্রাম, পায়রা, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কালের আলো/এমডিএইচ