গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল আকিজ টেক্সটাইল
প্রকাশিতঃ 3:48 pm | June 25, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫। এ বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে ৩০টি প্রতিষ্ঠান। অন্যান্য প্রতিষ্ঠানের মতো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বা পরিবেশবান্ধব কারখানা পুরস্কার পেয়েছে আকিজ টেক্সটাইল।
মঙ্গলবার (২৪ জুন) এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশের শিল্প-কারখানাগুলোর মধ্যে পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, জনাব আদিলুর রহমান খান।
সারা দেশের কলকারখানা ও ফ্যাক্টরিগুলো নিবিড় পরিদর্শনের পর মানসম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এরমধ্যে টেক্সটাইল সেক্টরে গ্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড।
আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের পক্ষে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। এ সময় আকিজ টেক্সটাইলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই পুরস্কার দেশের শিল্পখাতে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।
কালের আলো/এসএকে