‘মে দিবসের শ্রেণি চেতনাকে আড়াল করার ষড়যন্ত্র চলছে’

প্রকাশিতঃ 10:21 pm | May 02, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

মে দিবসের শ্রেণি চেতনাকে আড়াল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ জেলা শাখার নেতারা। তাঁরা বলেছেন, ‘ শ্রমিক শ্রেণির নিজস্ব দিন হচ্ছে মে দিবস। এইদিনে শ্রমিক শ্রেণির সংহতি, সংগ্রাম ও শপথের দিন।

শ্রমিক শ্রেণির রক্তে রঞ্জিত এই দিনের চেতনা ভুলিয়ে দিতে সাম্রাজ্যবাদ ও তার দালালরা মালিক শ্রমিক মিলেমিশে মে দিবস পালনের মাধ্যমে মে দিবসের শ্রেণি চেতনাকে আড়াল করতে ষড়যন্ত্র-চক্রান্ত করে চলেছে।’

বুধবার (০১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তারা এসব অভিযোগ করেন।

জাতীয় শ্রমিক জোটের সভাপতি মো: শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।

এই সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রমিক জোটের সাধারণ সম্পাদক সন্দীপ দত্ত, সহ সভাপতি মো: হেলাল উদ্দিন ফরাজী, করাত কল নেতা মোঃ হায়দার আলী, মোঃ আক্তার হোসেন, মোঃ মুছা কলিমুল্লা, আনিসুর রহমান শাহীন, গোলাম সারওয়ার মাস্টার, আনারুল হক। সমাবেশ পরিচালনা করেন বিমল কর্মকার।

পরে সমাবেশ শেষে র‌্যালী ও গণ সংগীত পরিবেশন করেন ময়মনসিংহ সংগীত বিদ্যালয়ের শিল্পীরা।

কালের আলো/এমএইচ