ইসরায়েলের হারমেস ড্রোন ভূপাতিত, দাবি ইরানের

প্রকাশিতঃ 10:09 am | June 23, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি আজ সোমবার জানিয়েছে, দেশটির আকাশসীমায় ইসরায়েলের একটি ‘হারমেস ৯০০’ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এর আগে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ‘ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চার’কে নিশানা করে এসব হামলা চালানো হয়েছিল। খবর আল জাজিরার

হারমেস ৯০০ ড্রোন ইসরায়েলের অন্যতম উচ্চক্ষমতাসম্পন্ন মানুষবিহীন বিমান, যা নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা হয়।

ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।

কালের আলো/এসএকে