ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলে আগুন

প্রকাশিতঃ 10:29 am | June 20, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের উদ্ধারকারী বাহিনী মাগেন ডেভিড অ্যাডম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার পরবর্তী একটি ছবি প্রকাশ করেছে।

ছবিতে দেখা যাচ্ছে, একটি খোলা এলাকায় বেশ খানিকটা জায়গা জুড়ে জ্বলছে আগুনের লেলিহান শিখা আর সেখান থেকে নির্গত বিশাল কালো ধোঁয়ার কুন্ডলিতে চারপাশ অস্পষ্ট। খোলা জায়গার আশপাশে কয়েকটি বহুতল ভবন দেখা গেছে। সেই ভবনগুলোর ম্যধ্যে একটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

এক্সে পোস্ট করা ছবিতে মাগেন ডেভিড অ্যাডমের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শুক্রবার ভোরে দক্ষিণ ইসরায়েলে রেড অ্যালার্ট সাইরেনের কয়েক মিনিটের মধ্যে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভার’ তিনটি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

এই তিন সামরিক স্থাপনার পাশাপাশি একটি বেসমামরিক হাসপাতালেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে আহত হয়েছেন অন্তত ১৩৭ জন।

সূত্র : আলজাজিরা

কালের আলো/এমডিএইচ