ভুয়া বদলির ভয় দেখিয়ে চাঁদা দাবি : স্বাস্থ্যের পরিচালকের নামে প্রতারণা
প্রকাশিতঃ 1:26 pm | June 18, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফের নাম ব্যবহার করে বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। বদলির ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে এসব চাঁদা দাবি করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় প্রতারণার বিষয়ে সতর্ক করে চক্রকে ধরিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে সোমবার (১৭ জুন) একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একটি প্রতারক চক্র স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) নাম ব্যবহার করে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বদলির ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে আসছে। এটি সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন ও প্রতারণামূলক কার্যক্রম।
এতে আরও উল্লেখ করা হয়, ‘যে বা যারাই এ ধরনের ফোন পান, তাদের প্রতি অনুরোধ থাকবে প্রতারক চক্রের নাম, মোবাইল নম্বর ও প্রাসঙ্গিক তথ্য চিহ্নিত করে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করুন।’
স্বাস্থ্য অধিদপ্তর এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং কোনো অবস্থাতেই প্রতারকদের দাবির কাছে নতিস্বীকার না করার আহ্বান জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নতুন নয়। অতীতে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন দপ্তর বা কর্মকর্তার নাম ব্যবহার করে ভুয়া চিঠি, বদলি আদেশ, এমনকি নিয়োগ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ উঠেছে একাধিকবার। বিশেষ করে করোনা মহামারির সময় স্বাস্থ্য অধিদপ্তর সংক্রান্ত নানা দুর্নীতি, যেমন- ভুয়া মাস্ক, অক্সিজেন, পিপিই কেনাকাটায় অনিয়ম—সংবাদের শিরোনামে ছিল বারবার। এসব ঘটনায় প্রতারক চক্রগুলো স্বাস্থ্যখাতের দুর্বলতা ও জটিলতাকে পুঁজি করে বারবার সক্রিয় হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অপরাধ দমনে প্রযুক্তিভিত্তিক নজরদারি, অভ্যন্তরীণ সতর্কতা এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে হবে।
কালের আলো/এসএকে