এবার নীরবের বিপরীতে ইধিকা
প্রকাশিতঃ 1:47 pm | June 02, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। বর্তমানে দুই বাংলাতেই তার জনপ্রিয়তা তুঙ্গে। বিশেষ করে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করার পর বাংলাদেশে তার জনপ্রিয়তা বাড়ে। সম্প্রতি ঢালিউডে মুক্তি পাওয়া হিট সিনেমা ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দর্শকের মন জয় করেছেন।
শাকিব খানের পর এবার চিত্রনায়ক নীরবের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ইধিকা। তবে কোনো চলচ্চিত্রে নয়, একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তারা।
পরিচালক অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে হাজির হয়েছেন এই জুটি। বিজ্ঞাপনটি সম্প্রতি প্রকাশ পেয়েছে, যা এরই মধ্যে নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।
বিজ্ঞাপনে দেখা যায়, উত্তপ্ত মরুভূমিতে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইধিকা। ঠিক সেই মুহূর্তে জেমস বন্ডের স্টাইলে হাজির হন নিরব। তার নজর পড়ে ক্লান্ত সুন্দরীর দিকে। কোনো কথা না বলে কোমল পানীয় ছুঁড়ে দেন তার দিকে। পান করে প্রশান্তির ছায়া ফিরে পান ইধিকা, এরপর শুরু হয় দুজনের নাচানাচি।
জানা গেছে, বিজ্ঞাপনটির সংগীতায়োজন করেছেন আলভী। কণ্ঠ দিয়েছেন আলভী ও সিঁথি সাহা। গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার সোমেশ্বর অলি।
কালের আলো/এসএকে