‘ছদ্মবেশী’ একাধিক ইসরায়েলি সেনার ওপর হামলার দাবি ফিলিস্তিনি গোষ্ঠীর
প্রকাশিতঃ 10:08 pm | May 30, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
অবরুদ্ধ গাজার রাফাতে ‘ছদ্মবেশী’ একাধিক ইসরায়েলি সেনার ওপর হামলার দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শুক্রবার (৩০ মে) তারা হামলার একটি ভিডিও প্রকাশ করে। সেখানে সংগঠনটি দাবি করেছে, ইসরায়েলিরা সেনারা বেসামরিক পোশাকে রাফাতে অবস্থান করছিল।
ভিডিওতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের পোশাক পরে কিছু মানুষ একটি ভবনের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের সবার হাতে ভারী অস্ত্র ছিল। এর কিছু সময় পর তাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে, যাদের লক্ষ্য করে হামলা হামলা চালিয়েছে তারা ইসরায়েলি সেনা নয়। এই ব্যক্তিরা রাফা এলাকার সশস্ত্র দলের নেতা ইয়াসির আবু সাবাবের লোকজন।
ইয়াসির আবু সাবাব সম্প্রতি দাবি করেছেন তিনি রাফাতে আসা ত্রাণের ট্রাক লুট হওয়া থেকে রক্ষা করছেন। তবে হামাসের দাবি ইয়াসিরের লোকজন ত্রাণ লুট করছে এবং ইসরায়েলিদের সঙ্গে যোগাযোগ রাখছে।
ইসরায়েলি কর্মকর্তারা গাজায় ইয়াসির আবু সাবাব এবং অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম চলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে দখলদার ইসরায়েলের সেনারা গাজায় কিছুদিন আগে নারীদের পোশাক পরে একটি বাড়িতে হামলা চালায়। যেখানে এক বিদ্রোহী নেতাকে হত্যা করে তারা। এছাড়া ওই নেতার স্ত্রী ও সন্তানকে ধরে নিয়ে যায় ইসরায়েলি দখলদাররা। ওই সময় তাদের হামলায় সেখানে আরও অন্তত ৬ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
কালের আলো/এসএকে