‘মাধুরী অশালীন, শ্রীদেবী সেরা’- প্রতিক্রিয়া জানিয়ে তোপের মুখে জাহ্নবী

প্রকাশিতঃ 7:06 pm | May 30, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

বলিউডের মাধুরী দীক্ষিতের নাচ অশালীন, সে তুলনায় মার্জিত ছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। সম্প্রতি সামাজিক মাধ্যমে মাধুরী ও শ্রীদেবীকে তুলনা করে একটি ভিডিও ভাইরাল হয়। আর তাতে প্রতিক্রিয়া জানাতে দেখা যায় শ্রীদেবী কন্যা তথা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে; আর এতেই বিপাকে পড়েন অভিনেত্রী।

মাধুরীর চেয়ে নাচ ভালো জানেন শ্রীদেবী। আর তা নিয়ে বিষয়টির সঙ্গে নিশ্চয়ই একমত জাহ্নবী কাপুরও! কেননা ইনস্টাগ্রামে ভাইরাল সেই ভিডিওতে লাইক দিতেই নেটিজেনদের মনে বাঁধে নানা প্রশ্ন; আর সে থেকেই বিতর্ক।

ভিডিওতে দেখা যায়, একদিকে মাধুরীর ‘বেটা’ ছবির ‘ধাক ধাক’ গানের দৃশ্য চলছে। অন্যদিকে শ্রীদেবীর ‘খুদাগাওয়া’ ছবির একটি দৃশ্য দেখানো হচ্ছে।

পোস্টে উল্লেখ করা হয়, ‘ছবিতে কিছুই করেননি। কিন্তু ‘ধাক ধাক কারনে লাগা’ গানে অশালীন নাচ নেচে পুরস্কার পেয়েছিলেন। উল্টো দিকে ‘খুদাগাওয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে সেরা অভিনয় করেও সেই স্বীকৃতি পাননি শ্রীদেবী।’

সেই ভিডিওতে জাহ্নবীর দেওয়া লাইক চোখ এড়ায়নি কারো। জাহ্নবীর লাইকের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখন জাহ্নবীও অ্যালগরিদমের গল্প নিয়ে আসবেন।’ অন্য একজন লিখেছেন যে, ‘বিরাট কোহলি এবং তামান্না ভাটিয়ার পরে এখন জাহ্নবীও বলবেন যে এটি ভুলবশত লাইক হয়ে গেছে।’

উল্লেখ্য, ‘বেটা’ এবং ‘খুদাগাওয়া’ এই দুটি ছবিই মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে।

কালের আলো/এসএকে