৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সব নদীবন্দরে সতর্ক সংকেত
প্রকাশিতঃ 11:44 am | May 30, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্থল গভীর নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে এখনো দেশে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। কোথাও কোথাও ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই সব
নদীবন্দরে তোলা হয়েছে সতর্ক সংকেত। সমুদ্রবন্দরের তিন নম্বর সংকেতও বহাল রয়েছে।
শুক্রবার (৩০ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
কালের আলো/এএএন