গলাচিপা যোগাযোগ বিচ্ছিন্ন, ডুবে গেছে ফেরিঘাট-লঞ্চঘাট

প্রকাশিতঃ 8:33 am | May 30, 2025

পটুয়াখালী প্রতিবেদক, কালের আলো:

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অস্বাভাবিক জোয়ার দেখা দিয়েছে। এতে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল থেকে ফেরিঘাট, লঞ্চঘাট ও খেয়াঘাট পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা শহরের সঙ্গে সড়ক ও নৌপথের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে পানি বেড়ে শহর রক্ষাবাঁধের বাইরের বিভিন্ন সড়ক, ফেরিঘাট, লঞ্চঘাট ও খেয়াঘাট তলিয়ে যায়। এর ফলে সবধরনের যানবাহন ও নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং জনসাধারণের চলাফেরা মারাত্মকভাবে ব্যাহত হয়। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

এছাড়াও পানি ঢুকে পড়েছে শহরের আশপাশের আবাসিক এলাকাতেও। অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় পরিবারগুলো পড়েছে বিপাকে। ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা কার্যত অচল হয়ে পড়ে।

গলাচিপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন,‘জোয়ারের অস্বাভাবিকভাবে বেড়েছে, তাই উপজেলার বিভিন্ন স্থাপনায় পানি উঠে গেছে। তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন,‘লঘুচাপের প্রভাবে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা তৎপর রয়েছি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।’

কালের আলো/এমডিএইচ