এভারেস্টজয়ী শাকিল দেশে ফিরবেন ২৯ মে

প্রকাশিতঃ 1:44 pm | May 28, 2025

কালের আলো ডেস্ক:

মাউন্ট এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল দেশে ফিরবেন আগামীকাল ২৯ মে বিকেল ৩টায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

নেপালে অবস্থান করা ইকরামুল হাসান শাকিল বুধবার (২৮ মে) বেলা ১২টায় একটি অডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ইকরামুল হাসান শাকিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমি ২৯ মে বিকেল ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখতে পারবো। আশা করি আমার শুভাকাঙ্ক্ষীরা যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকবেন।’

গত ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এভারেস্টের শিখরে আরোহণ করেন শাকিল। ৮৪ দিনে কক্সবাজারের ইনানী সৈকত থেকে এভারেস্ট শিখর পর্যন্ত প্রায় ১,৩৭২ কিলোমিটার পথ হেঁটে এ অভিযান শেষ করেন তিনি।

এই যাত্রাপথের প্রধান পৃষ্ঠপোষক শীর্ষস্থানীয় ফুড ব্র্যান্ড ‘প্রাণ’। স্ন্যাকস পার্টনার নুডলস ব্র্যান্ড ‘মিস্টার নুডলস’। রেডিও পার্টনার জাগো এফএম, নিউজ পার্টনার জাগোনিউজ২৪.কম। গিয়ার পার্টনার মাকালু-ই-ট্রেডার্স নেপাল। ওরাল হেলথ পার্টনার সিস্টেমা টুথব্রাশ।

কালের আলো/এএএন