ক্যানসারে আক্রান্ত দীপিকা
প্রকাশিতঃ 12:49 pm | May 28, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ দীপিকা কক্করের অসুস্থতার খবর আগেই জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় অশ্রুসিক্ত চোখে স্ত্রীর অসুস্থতার খবর জানিয়েছিলেন। তখন শুধুমাত্র পেটের ব্যাথার কথা জানালেও এবার জানা গেল লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।
মঙ্গলবার (২৭ মে) ক্যানসারের খবর নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন দীপিকা। ওই পোস্টে তিনি লিখেছেন, সম্প্রতি পেটের ওপরের অংশে ব্যথা হচ্ছিল। ব্যথার তীব্রতা বাড়তে থাকলে চিকিৎসকের কাছ যায়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে জানাতে পারি লিভারে টেনিস বলের মতো টিউমার হয়েছে। দীপিকা এরপর আরও বলেন, ‘টিউমার থেকেই স্টেজ ৩ ক্যানসারের উপসর্গ ধরা পড়ে।’
অভিনেত্রীর অসুস্থতার খবর জানার পর অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরা অভিনেত্রীর সুস্থতা কামনা করেছেন। ভক্তদের সঙ্গে টেলিভিশনের একাধিক তারকারাও তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
বলে রাখা ভালো, ২০১৮ সালে শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কর চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। বিয়ের পাঁচ বছর পর কোল আলো করে একমাত্র ছেলে রুহান। এখন তার বয়স ৩ বছর।
কালের আলো/এএএন