পিলখানা হত্যাকাণ্ডের ৯ বছর: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশিতঃ 1:39 pm | February 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: পিলখানা বিদ্রোহে নিরস্ত্র সেনা সদস্যদের হত্যাকাণ্ডের ৯ বছর পূর্ণ হলো।

এ উপলক্ষে বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন।

রোববার সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর আরো শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান, সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বর্ডার গার্ড বাংলাদেশে’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা শহীদের প্রতি স্যালুট প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

কালের আলো/এসএম