সোনা-হীরার বিকিনি হাতে কানে উর্বশী
প্রকাশিতঃ 5:13 pm | May 23, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
বলিউডের সমালোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাটতে হাজির হয়েছে কান সৈকতে। আগামীকাল রবিবার ২৪ মে কানের পর্দার নামবে এবারের আসরে। আজ তৃতীয় দিনের মধ্যে কানের লাল গালিচায় পা রেখেছেন অভিনেত্রী।
তবে পোশাক নিয়ে বরাবরই সমালোচনার জন্ম দেন। কানেও তার ব্যক্তিক্রম ঘটেনি। সেনা আর হীরার তৈরি বিকিনি ব্যাগ হাতে গাল গালিচায় হাজির হয়েছিল। যা দেখে নেটিজেনরা কটাক্ষের মুখ পড়েছেন উর্বশী।
বিতর্ক আর উর্বশী রাউতেলা একে অপরের পরিপূরক। এমনিতেই প্রচার থাকতে নাকি ভালবাসেন তিনি। অভিনেত্রীর ঘনিষ্ঠরা এই দাবি করেছেন। অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতে কিংবা নিজের ঢাক নিজে পেটাতে উর্বশীর নাকি জুড়ি মেলা ভার, এমনটাই মত নেটাগরিকদের।
তার হাতে সোনা, হীরা দিয়ে তৈরি বিকিনি প্যাটার্নের ক্লাচ ব্যাগ। যার গলায় শোভা পাচ্ছে বহুমূল্যের হার। অভিনেত্রীর হাতের ওই ব্যাগটি বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড জুডিথ লিবারের তৈরি। ব্যাগটিতে দেখা গেছে বিভিন্ন স্ফটিক কাটে অলঙ্কৃত হার। হীরার সঙ্গে মিল রেখে ব্যবহার করা হয়েছে মূল্যবান পাথর। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ রুপি।
এদিকে অভিনেত্রীর একটি ভিডিও সমালোচনার ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ওই ভিডিওতে দেখা যায় পাপারাজ্জিদের দেখে লা ভেন্যু দে ল্যা’ভেনির থিয়েটারের সিঁড়িতে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ ব্যাগ হাতে একের পর এক পোজ দিয়ে যাচ্ছেন । অভিনেত্রীর ঠিক পেছনে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষমান, সেদিকে ভ্রুক্ষেপ নেই উর্বশীর। তিনি মজে ছিলেন নিজের ছন্দে।
কালের আলো/এএএন