২০ কোটিতে দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন
প্রকাশিতঃ 3:02 pm | May 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বলিউডের ইতিহাসে কিছু মুহূর্ত থাকে, যা শুধু খবর নয়, হয়ে ওঠে একেকটি অধ্যায়ের সূচনা। দীপিকা পাড়ুকোনের নতুন ছবিতে প্রত্যাবর্তনের ঘোষণাও ঠিক তেমনই এক মুহূর্ত– যেখানে আলোচনার কেন্দ্রে শুধু তাঁর অভিনয় নয়; বরং তাঁর পারিশ্রমিক। ২০ কোটি রুপি! এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বার্তা।
মাতৃত্বকালীন বিরতির পর পর্দায় ফেরা কোনো অভিনেত্রীর জন্য সাধারণত অনেক প্রশ্ন অপেক্ষা করে– ‘ফর্মে ফিরবেন তো?’, ‘দর্শক কীভাবে নেবেন?’, ‘অন্য নায়িকারা তো এখন ট্রেন্ডে!’ কিন্তু দীপিকা যেন এসব প্রশ্নের উত্তর এক লাইনেই দিয়ে দিলেন– “আমি ফিরছি, রাজকীয়ভাবে।”
অ্যানিমেল-খ্যাত নির্মাতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’-এ অভিনয় করবেন দীপিকা। এখানে তাঁর বিপরীতে থাকবেন প্রভাস, দক্ষিণ ভারতের সুপারস্টার। প্রভাসের সঙ্গে এর আগে ‘কল্কি’ সিনেমায় অভিনয় করেন দীপিকা।
জানা গেছে, এ সিনেমায় দীপিকা থাকবেন এক শক্তিশালী নারীর চরিত্রে, যিনি কেবল গল্পের অংশ নন; বরং চালকশক্তি। এ ছবির জন্য দীপিকা নিচ্ছেন ২০ কোটি রুপি পারিশ্রমিক, যা তাঁকে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে। এবং এটাই বদলে দিতে পারে বলিউডে নারী-পুরুষ অভিনেতাদের মধ্যকার দীর্ঘদিনের পারিশ্রমিক বৈষম্যের চিত্র।
একসময় বলিউডে নারীদের পারিশ্রমিক ছিল “সহায়ক চরিত্র” বলেই সীমাবদ্ধ। তারা ছিলেন নায়ককে ঘিরেই– প্রেমিকা, স্ত্রী, মা কিংবা এক রোমান্টিক সংলাপের বাহক। কিন্তু দীপিকা সেই ধারা বদলে দিয়েছেন আগেও, এবার যেন করলেন আরও জোরালোভাবে। তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি এখন ব্র্যান্ড, এক শক্তির প্রতীক। তাঁর পারিশ্রমিকের এই ঘোষণায় শুধু সিনেমাপ্রেমী নয়, বলিউডের অনেক তারকারাও বিস্মিত। কেউ বলছেন, এটা যুগান্তকারী। কেউ আবার বলছেন, একটা দরজা খুলে গেল।” তবে বিষয়টি নিয়ে এখনও দীপিকা নিশ্চুপ। কারণ, তাঁর উত্তর তিনি দিচ্ছেন কাজে– স্ক্রিপ্টে, চরিত্রে, ক্যামেরার সামনে।
‘স্পিরিট’ এখন শুধু একটি ছবি নয়, এটি হয়ে উঠেছে এক নতুন দৃষ্টান্ত। দীপিকা পাড়ুকোনের ২০ কোটির প্রত্যাবর্তন তাই কেবল ফিল্মি গসিপ নয়– এটা এক নারীর সাহস, সাফল্য আর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার গল্প। আর এই গল্পে দীপিকা যেন নিজেই নিজের লেখক, নায়িকা এবং প্রযোজক। এটাই তাঁর আসল শক্তি। এই সিনেমার পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমায় কাজ করবেন দীপিকা।
২০২৬ সালে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমার গল্পে রয়েছে এক নতুন মোড়, এক নতুন আবেগ।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, ‘কিং’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের ভূমিকায়। যদিও এটি একটি পূর্ণাঙ্গ প্রধান চরিত্র নয়, তথাপি চরিত্রটি পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে। সূত্র: বলিউড হাঙ্গামা ও ইকোনোমিক টাইমস।
কালের আলো/এসএকে