রোকেয়া-ইভা, দু’জনকেই লাগবে কাবিলার

প্রকাশিতঃ 7:19 pm | May 18, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

আড়াই বছরের লম্বা বিরতির পর দর্শকপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজন শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই এই ধারাবাহিকের পঞ্চম সিজনের প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে।

যেখানে দেখা মিলেছে আগের সিজনের অভিনয়শিল্পী শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলমের। তবে নাটকে একটি ভুত চরিত্র রাখা হয়েছে। যদিও সেই চরিত্রের বিষয়ে এখনও কিছু পরিষ্কার করেননি নির্মাতা কাজল আরেফিন অমি।

এদিকে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটির কয়েকটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে।

যেখানে নতুন সিজনে আলোচিত চরিত্র হাবু (চাষি আলম), জাকির (পাভেল), পাশা-শিমুল (মারজুক রাসেল-শিমুল শর্মা)-দের কার কেমন ভূমিকা থাকবে সেটার বার্তা দেওয়া হচ্ছে।

সেই ধারাবাহিকতায় রোববার (১৮ মে) বিকেলে প্রকাশ পেয়েছে কাবিলার (জিয়াউল হক পলাশ) প্রমোশনাল ভিডিও। যেখানে নির্মাতা অমির কাছে এই অভিনেতা, দুইজন প্রেমিকার আবদার করেছেন।

ভিডিওতে দেখা যায়, ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমিকে পলাশ বলছেন, ‘দেশ-বিদেশে গেলে দর্শকরা আমার কাছে রোকেয়ার কথা জানতে চায়। রোকেয়ারে দেখতে চায়। এমনকি বিদেশি মেয়েরাও তাদের নাম রোকেয়া রেখেছেন।’

এ কারণে নতুন সিজনে রোকেয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়ে কাবিলা বলেন, ‘রোকেয়া বাংলাদেশি কোনো চরিত্র হবে না ভাইয়া। হয় হলিউডে যেতে হবে, নয়তো বলিউডে যেতে হবে!’

পলাশের এমন আবদারের উত্তরে অমি বলেন, ‘হলিউডের কাউকে এই চরিত্র দিলে সে কিভাবে নোয়াখালীর ভাষায় কথা বলবে?’

জবাবে অভিনেতা বলেন, ‘আমি আছি তো ভাইয়া। শিখিয়ে নেব, আপনি কি জন্য টেনশন করছেন ভাইয়া?’

এরপর অমি প্রশ্ন রাখেন, ‘রোকেয়াকে আনলে ইভার কি করবো? দুইটি চরিত্র কিভাবে থাকবে?’

উত্তরে কাবিলা বলেন, ‘কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে? আমার রোকেয়া-ইভা দুজনকেই লাগবে! আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব। এবার তো বাজেট তো বেশি। দরকার হইলে একটা ক্যারেক্টারের বেশি পেমেন্ট যাবে। প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আমার দুজনকেই লাগবে।’

কালের আলো/এসএকে