মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে

প্রকাশিতঃ 9:14 am | May 11, 2025

বরিশাল প্রতিবেদক, কালের আলো:

টানা ৩ দিনের দাবদাহে পুড়ছে দক্ষিণাঞ্চল। আরো একদিন পরে এক-দুই ডিগ্রি কমলেও উষ্ণ অনুভূতি কাছাকাছি থাকবে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। গত কয়েকদিনের তাপমাত্রার পর্যালোচনা করে জানিয়েছে, এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

শনিবার (১০ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম।

তিনি বলেন, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা উঠলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। বৃহস্পতিবার বরিশালের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার কিছুটা বেড়ে দাড়ায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার সর্বশেষ বিকেল তিনটার তথ্য বলছে আজকেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

মাজহারুল ইসলাম বলেন, উড্ডয়মান বেলুন সেন্সরের পাঠানো সংকেত বিশ্লেষণে ধারণা করা হচ্ছে আগামীকালও এই তাপমাত্রা বিরাজ করবে। তারপরেরিদিন থেকে দু-এক ডিগ্রি কমলেও উষ্ণতা প্রায় কাছাকাছি অনুভূত হবে।

মৃদু তাপপ্রবাহে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হওয়ার পাশাপাশি অস্বস্তিতে পড়েছেন সকল শ্রেণির মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।

কালের আলো/এমডিএইচ