আ.লীগ নিষিদ্ধসহ সরকারের কাছে ৩ দাবি নাহিদের
প্রকাশিতঃ 8:48 pm | May 09, 2025

কালের আলো ডেস্ক:
পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ অন্তর্র্বতী সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের অন্য সংগঠক, সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবিগুলো তুলে ধরেন তিনি।
নাহিদের তিনটি দাবি হলো- আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
এর আধঘণ্টা পর (রাত ৮টা) দেওয়া অন্য একটি পোস্টে নাহিদ লিখেছেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা।’
তিনি লিখেছেন, ‘ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।’
নাহিদ আরও লিখেছেন, ‘দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারীবিরোধী, মানবতাবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।’
এর আগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ছাত্র-জনতা। শুক্রবার সকাল থেকে সেই কর্মসূচি লোকে লোকারণ্য হয়ে যায়।
এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধের ঘোষণা দেন হাসনাত। সেই মতো শুক্রবার বিকেল থেকে থেকে শাহবাগ অবরোধ কর আন্দোলন চালিয়ে যাচ্ছে এনসিপি, জামায়াত, শিবিরসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
কালের আলো/এমডিএইচ