বাকৃবিতে বন্ধু মিলনের উৎসব
প্রকাশিতঃ 1:45 pm | February 24, 2018
আবুল বাশার মিরাজ, বাকৃবি:
দীর্ঘদিন পর আবারো পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। কর্মব্যস্ত জীবনে ক্যাম্পাসে এসে সেই পুরনো বন্ধুদের সাথে গল্পগুজব, আড্ডা সত্যিই ভুলার মত না। বন্ধু পুনর্মিলনীতে এসে কথাগুলো বলছিলেন ১৯৯৬-৯৭ সেশনের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষেদের এক প্রাক্তন শিক্ষার্থী রফিকুল আলম খান জিমি।
বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে আরো বলেন, বয়স যতই বাড়–ক, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, আবাসিক হলগুলোতে গেলে মনে এখনও যেন আমরা নবীনই রয়ে গেছি।
মাৎস্যবিজ্ঞান অনুষদের জাহেদুল আলম রুবেল নামের আরেক প্রাক্তন শিক্ষার্থী বলেন, ক্যম্পাসে কাটানো অনুভূতিটা একেবারেই অন্যরকম, চিরচেনা সবুজ এ ক্যাম্পাসে আসার পর নিজেকে আবার তরুণ মনে হচ্ছে। বার বার মনে পড়ছে ক্যাম্পাসে কাটানো স্মৃতিকাতর দিনগুলোর কথা। কাজের তাগিদে অনেক বন্ধুর সাথে দেখা হত কিন্তু এমন অনেক বন্ধুই ছিল যাদের সাথে অনেক বছর পর প্রথমবারের মধ্যে দেখা হলো। তাদের দেখে কি যে ভালো লাগছে, সে অনুভূতি বোঝাতে পারবো না। বন্ধুরা তাদের পরিবার পরিজন নিয়ে এসেছে। তাঁদেরকে দেখে আরোও বেশি ভালো লাগছে। আমাদের কৃষিবিদ কমিউনিটি বড় হচ্ছে এটা আমাদের জন্যই আর্শীবাদ। এ প্রজন্মই তাদেরকে বাঁচিয়ে রাখবে বলে তার বিশ্বাস।
কৃষিবিদ মা-বাবার সাথে পুর্নমিলনী অনুষ্ঠানে ঢাকা থেকে এসেছেন মাহিশা বিনতে বেলাল। বাবা-মার মুখে চিরসবুজ এ ক্যাম্পাসের কথা শুনেছেন। প্রথমবারের মত চিরসবুজের এ ক্যাম্পাসে এসে তিনিও মনস্থির করে ফেলেছেন দেশসেরা এ প্রতিষ্ঠানেই ভবিষ্যতে পড়াশোনা করবেন।
জুবায়েদ আল হাফিজ রুম্মান বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে বন্ধুদের সাথে মিলিত হয়ে মনে হচ্ছে ফিরে গেছি ২০ বছর আগের সেই সোনালী দিনগুলিতে। এই অনুভুতি ভাষায় প্রকাশ করার নয়, এ যেন শুধুই অনুভব করার বিষয়। এতদিন পর বন্ধুদের সাথে মিলতে পারাটা কত যে আনন্দেও সেটা কাউকে বলে বুঝানো যাবে না। সত্যিই ব্রহ্মপুত্র পাড়ের এই ক্যাম্পাস সবাইকে হাতছানি দিয়ে ডাকে, তাই এত বড় মিলন মেলা।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দু’দিনব্যাপী বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। পুনর্মিলনী কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আশিক-ই-রাব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনীর যুগ্ম আহবায়ক বজলুর রহমান মোল্যা, শুভেচ্ছা বক্তব্য দেন এম এ রিপন।
উদ্বোধনী শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়নের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। বিকালে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে আয়োজন করা হয় ফানুস উড়ানো ও ফায়ার ওয়ার্কস। শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে দিনব্যাপী খেলাধুলা ও জমকালো সাংস্কুতিক অনুষ্ঠান ও বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।
কালের আলো/এবিএম/ওএইচ