প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হলেন আবু জাফর

প্রকাশিতঃ 10:49 am | April 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ এর দায়িত্ব পেয়েছেন মো. আবু জাফর রাজু।

বৃহস্পতিবার(১১ এপ্রিল) জনপ্রাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

উপসচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. আবু জাফরকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্ট সাপেক্ষে ৬ গ্রেড বেতন ভুক্তস্কেলের সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।

আবু জাফর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলালপুর গ্রামের সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারের পুত্র এবং কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলামের বড় ভাই।

সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু সকলের দোয়া চেয়ে বলেন- এমন এক সময় আমি এ দায়িত্ব পেলাম যখন সমগ্র জাতি অধীর আগ্রহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন এবং ২০২১ সালে বাংলাদেশের রজতজয়ন্তী পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করেন সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সাথে স্মরণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব সহ ১৫ আগস্টের সকল শহীদদের প্রতি।

আলাপ কালে আবু জাফর রাজু তাঁর বাবা সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার ও আম্মা মরহুমা আয়েশা জব্বারের রুহে আত্মার মাগফেরাত কামনা করেন।

কালের আলো/এমএইচএ