এবার খাল দখলমুক্ত করতে তৎপর মেয়র আতিক

প্রকাশিতঃ 7:34 pm | April 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নির্বাচিত হওয়ার পর থেকে দম ফেলারও যেন সুযোগ পাচ্ছেন না ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। অব্যাহত চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটি মুহুর্ত পার করতে হচ্ছে তাকে।

একের পর এক সমস্যা সংকট সামনে এসে দাঁড়াচ্ছে। ধীর, স্থির ও শান্ত মেজাজে সেসব সমস্যার সমাধান করছেন।

সড়কে শৃঙ্খলা ফেরাতে কখনো শিক্ষার্থীদের নিয়ে বসছেন, আবার ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে নিজে ছুটছেন। টিম গঠনও করছেন। নিজে উপস্থিত থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

এসবই হয়ে উঠেছে একজন মেয়র আতিকুল ইসলামের নিত্যকার দিনলিপি।

কর্মব্যস্ত মেয়র এবার নজর দিয়েছেন ডিএনসিসি এলাকায় অবস্থিত খালগুলো দখলমুক্ত করতে। সে লক্ষে নিজের তৎপরতাও শুরু করেছেন।

তাঁর ভাষ্যে- ‘খালগুলোর প্রবাহ ঠিক রাখার জন্য আগামী দুই মাসের মধ্যে এগুলোকে দখলমুক্ত করার কাজ হাতে নিয়েছি। আর এই কাজ সম্পন্ন করতে ওয়াসার সাথে সমন্বয় করতে হবে।’

সরকারী এ প্রতিষ্ঠানটির সাথে সমন্বয়ের মাধ্যমে এ কাজ বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে মিরপুরের কালশী খাল পরিদর্শনে এসে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন মেয়র।

তিনি বলেছেন, ‘খালগুলো ওয়াসার অধীন। খালের পাড় ঢাকা জেলা প্রশাসনের অধীন। জেলা প্রশাসককে বলেছি— আপনি আসেন, পর্যবেক্ষণ করেন। খালের দু’পাশে যেসব অবৈধ স্থাপনা আছে, এগুলো ভেঙে ফেলা উচিত। আমি বলে দিয়েছি, কোনও খাল দখলে থাকবে না।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা দেখতে পেয়েছি, নদীর পাড়ের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে। একইভাবে খালপাড়ের অবৈধ স্থাপনাগুলোও ভেঙে ফেলতে হবে।’

এর পর সংযোজন করে মেয়র বলেন, ‘খালে যে পর্যন্ত আমাদের মেশিন যাবে, নগরপিতা হিসেবে সেই পর্যন্ত খালগুলো আমি পরিষ্কার করেই ছাড়বো- আবারও নতুন চ্যালেঞ্জ মেয়র আতিকুল ইসলামের।’

জনবান্ধব এই নগর সেবক আরো বলেন, ‘আমি দেখেছি, বাইশটেকি খালের কোথাও কোথাও এক-দুই ফুট জায়গা অবৈধ দখলে রয়েছে। এগুলো উদ্ধার করতে হবে। আমার কাজ হবে এই মুহূর্তে এগুলো পরিষ্কার করা।’

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email