সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ রাজনীতিকরা অপাঙক্তেয়: বিএনপি

প্রকাশিতঃ 12:06 pm | March 22, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র, জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করলে প্রতিয়মান হয় যে, রাজনীতিবিদরা অপাঙক্তেয় এবং অনির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয়।’ এক্ষেত্রে দলটি মনে করে, ‘জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি ও ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার ও সাংবিধানিক সংশোধনী প্রণীত হওয়া বাঞ্ছনীয়।’

শনিবার (২২ মার্চ) রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির এই অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ ও স্প্রেডশিট নিয়ে অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটি।

এতে দলের ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমানের ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা থাকলেও তাকে পর্দায় দেখা যায়নি। শনিবার সকালেই বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্রের খবর ছিল, তিনি থাকছেন।

সংবাদ সম্মেলনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরবেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদ-বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দীর্ঘ প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদ-বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করাই বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার। বৃহত্তর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকল সংস্কার প্রচেষ্টা পরিচালিত হবে— এটাই জাতীয় প্রত্যাশা।’

কালের আলো/এমডিএইচ