সোহেল তাজ আসছে আপনার দরজায়, রেডি তো?
প্রকাশিতঃ 11:24 am | April 04, 2019

কালের আলো ডেস্ক:
আপনার ঘরের দরজায় চলে আসতে পারেন সোহেল তাজ। হ্যাঁ এমনবটাই ঘটতে পারে, সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যদি আপনার দরজায় চলেই আসে, অবাক হবেন?
এমনই ইঙ্গিত দিয়েছেন সোহেল তাজ নিজেই। সাথে একটি ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সোহেল তাজ বাইক চালিয়ে ঘুরে বাড়ি বাড়ি যাচ্ছেন। গ্রামের একটি সাধারণ মাটির ঘরের সামনে দাঁড়িয়ে তিনি দরজায় টোকা দিলেন তিনি। সেখানেই একটি বার্তা দেয়া হলো-
‘সোহেল তাজ আসছে আপনার দরজায় আপনি রেডি তো?’
সোহেল তাজ লিখেছেন, গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে।
বিশেষ দ্রষ্টব্য ১:
যদিও গ্রামের সড়কে মোটর বাইক চলাচলে মাথায় হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা নেই, তবুও আমি নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহারের অনুরোধ জানাই।
বিশেষ দ্রষ্টব্য ২:
সকল ফুটেজ পেশাদার ফিল্ম ক্রু দ্বারা ‘নিয়ন্ত্রিত পরিবেশে’ ধারণ করা হয়েছে।’’
কালের আলো/এমএইচএ