মমেক হাসপাতালে আগুনের গুজব, ফিরে এলো ফায়ার সার্ভিস

প্রকাশিতঃ 11:20 am | April 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

‘আগুন লেগেছে। তাড়াতাড়ি আসেন।’ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে ফোন করে এভাবেই আকুতি জানালেন এক রোগীর স্বজন। মুহুর্তেই সেখানে হাজির ফায়ার সার্ভিস। কিন্তু কোন আগুনের ঘটনা ঘটেনি। গুজব থেকেই এক রোগীর স্বজন এমন ফোন করেছেন।

আর ততক্ষণে গোটা হাসপাতালে অস্থির অবস্থা। জীবন বাঁচাতে তড়িঘড়ি করে হাসপাতাল থেকে নেমে আসলেন রোগী ও তাদের স্বজনেরা। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ, বিষয়টিকে গুজব হিসেবে প্রমাণ করায় আতঙ্ক কেটে যাওয়ায় রোগীরা ফিরলেন নিজ নিজ ওয়ার্ডে।

বুধবার (০৩ এপ্রিল) রাত ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ঘটে এমন ঘটনা।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আব্দুল হেকিম জানান, আমরা আগুনের খবর পেয়েছে এক রোগীর স্বজনের কাছ থেকে। উৎকন্ঠিত হয়ে তিনি আমাদের এই সংবাদ দেন। পরে আমাদের দু’টি টিম পুরো হাসপাতাল খুঁজেও আগুনের সন্ধান পায়নি। মূলত এখানে গুজব তৈরি করা হয়েছে।

একই রকম কথা জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ। তিনি জানান, ৭ম তলায় এক রোগী মারা যাওয়ায় তাঁর স্বজনদের কান্নায় রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৬ তলার রোগীরা ভাবেন এখানে লাগুন লেগেছে। তাঁরা চিৎকার শুরু করেন।

তিনি জানান, আমরা আগুন না লাগার বিষয়টি মাইকে ঘোষণা করেছি। এতে করে রোগী ও তাদের স্বজনদের মাঝে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে গেছেন।

কালের আলো/এমএইচএ