৭ দিনের সরকারি সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 9:02 pm | April 01, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাত দিনের সরকারি সফরে আগামী রোববার (৩ এপ্রিল) সিঙ্গাপুর ও মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। ওইদিন তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সোমবার (০১ এপ্রিল) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুরের চিফ অব ডিফেন্স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি চাংগি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ বেশকিছু সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
আগামী ৭ এপ্রিল সেনাপ্রধান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাবেন। সফর শেষে তিনি আগামী ৯ এপ্রিল রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
কালের আলো/ওএইচ