বসুন্ধরায় হামলার দায় পুরো ছাত্রদলকে দিচ্ছি না: সারজিস
প্রকাশিতঃ 9:53 pm | March 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের ওপর হওয়া হামলার দায় পুরো ছাত্রদলকে দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, পুরো ছাত্রদল হামলা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। বরং এটা বলা হয়েছে যে, ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃতভাবে সেখানে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে, এবং সেটা আমি চলে আসার পর।
তিনি বলেন, সেখানে চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। ছাত্রদলের পোস্টেড নেতা শাকিলের সঙ্গে যারা ছিল, তারা কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তারা স্থানীয় দুষ্কৃতিকারী। ফলে ছাত্রদলের উচিত শাকিলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। অন্যথায়, তাদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন দলের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই এবং দলের ভেতর যে শৃঙ্খলার অভাব, সেটি প্রকাশ পায়।
সারজিস আরও বলেন, আমার স্পষ্ট অবস্থান, হামলার দায় কখনও পুরো বাংলাদেশ ছাত্রদলের ওপর না, বরং ব্যক্তি শাকিল, যিনি ছাত্রদলের পোস্টেড তার ওপর। ফলে ছাত্রদলের উচিত, সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
কালের আলো/এসএকে