স্পট ময়মনসিংহ : ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের শ্রদ্ধা

প্রকাশিতঃ 3:37 am | February 21, 2018

আলোকচিত্রী, কালের আলো : হাজারো মানুষের পদচারণায় মুখরিত শহীদের রক্তভেজা পবিত্র চত্বর। গোটা দেশের মতো ময়মনসিংহেও বিনম্র শ্রদ্ধা আর আবেগমথিত ভালোবাসায় স্মরণ করছে মহান ভাষাশহীদদের।

শহীদ মিনারকে ঘিরে মঙ্গলবার দিনগত মধ্যরাত থেকেই নেমেছে হাজারো মানুষের ঢল। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

শহীদদের প্রতি পৃথকভাবে আবেগ উদ্দীপ্ত শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম.সালেহ উদ্দিন, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান ও জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

 

একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, মহানগর জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আহমেদ।

জেলা জাতীয় শ্রমিক জোটের আহবায়ক শামসুল আলম খান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও অর্ঘ্য-ভালোবাসায় নিবেদন করেছেন শ্রদ্ধা।

কালের আলো/এমএ/ওএইচ