নকল নম্বর প্লেট ব্যবহারে অটোরিকশা ভাঙলো পৌরসভা
প্রকাশিতঃ 5:02 pm | October 05, 2017

ময়মনসিংহে নকল নম্বর প্লেট ব্যবহার করায় তিনটি অটোরিকশা ভেঙেছে ময়মনসিংহ পৌরসভা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল এলাকায় পুলিশের উপস্থিতিতে এসব অটোরিকশা ভাঙা হয়।
ময়মনসিংহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জাহাঙ্গীর জানান, নকল নম্বর প্লেট ব্যবহার করার অভিযোগে এদিন সকালে নগরীর কাশর লাকিবাড়ি প্রাইমারি স্কুলের সামনে থেকে চারটি অটোরিকশা জব্দি করা হয়।
এর মধ্যে একটির কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে। বাকি তিনটি অটোরিকশা ভেঙে ফেলা হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।