ফের কেনো ডিএনসিসি মার্কেটে আগুন, প্রশ্ন আতিকুলের
প্রকাশিতঃ 8:51 am | March 30, 2019

উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম আতিক বলেছেন, ২০১৭ সালের ৩ জানুয়ারি ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়। তারা কী করলো? যেহেতু এর আগে আমি দায়িত্বে ছিলাম না, সংশ্লিষ্টদের সঙ্গে এখন আমি বসবো। আবার কেনো এখানে আগুন, বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে।
শনিবার (৩০ মার্চ) ঘটনাস্থল থেকে তিনি বলেন, প্রাথমিকভাবে জেনেছি পারফিউমের দোকান থেকে আগুন লেগেছে। আমরা আগুন আগে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমার বিশ্বাস সবাই ফায়ার সার্ভিসকে সহায়তা করবে। তাদের কোনো অসুবিধা যেনো না হয়। আগুণ নিয়ন্ত্রণে আনার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে।