ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
প্রকাশিতঃ 9:59 pm | March 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০১৯ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের শিল্পচার্য জয়নুল উদ্যানে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনন্দমোহন কলেজের দর্শন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র সুমন মিয়া, সাধারণ সম্পাদক হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইব্রাহিম রাজিব, সহ-সম্পাদক তরিকুল ইসলাম ও ওবাইদুল হক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয় ও মুরাদ হোসেন সরকারসহ কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্যালেন্ডার উপহার দিয়ে তাদের বরণ করে নেন প্রধান অতিথি উক্ত এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আকবর আলী আহসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ মোঃ ইয়াকুব আলী, ইবনে জায়েদ বাদল, মোঃ আফজাল হোসেন, মমিনুর রহমান প্লাবন, আমিনুল ইসলাম রাজন, জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উক্ত এসোসিয়েশনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ