চলমান অরাজকতার প্রতিবাদে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিতঃ 3:25 pm | February 26, 2025

কুমিল্লা (উত্তর), কালের আলো:
ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লার শিক্ষার্থীরা। সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জোর দাবি জানায় বিভিন্ন স্কুল-কলেজের সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা পূবালী চত্বর থেকে মিছিল বের হয়।
পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা ধর্ষণ-ধর্ষক, ছিনতাইকারী ও লুটেরাদের বিরুদ্ধে বিভিন্ন লেখা সংবলিত ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু ধর্ষককে গ্রেপ্তারে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। আমরা প্রশাসনকে বলছি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আসুন।
কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুলের প্রথম বর্ষের শিক্ষার্থীর নাইমা ইসলাম বলেন, ‘আজকে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত গণধর্ষণের ঘটনা ঘটছে যেটা মেনে নেওয়া যায় না। আমরা এসবের বিচার চাই। নারীরা রাস্তায় নিরাপদ নয় এমন কি বাসায়ও নিরাপদ নয়। যেখানে সেখানে নারীদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে।
আমরা প্রশাসনের নিকট এর বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা ঘরে ফিরে যাব না।’
রূপসী বাংলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী নাদিয়া তাসনীম বলেন, ‘আমাদের এই শান্তিপূর্ণ বাংলাদেশে প্রতিনিয়তই ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ঘটছে। অবশ্য আমি এখন এটাকে আর শান্তিপূর্ণ বাংলাদেশ বলব না, কারণ এখানে এখন প্রতিনিয়ত অরাজকতা হচ্ছে।
কুমিল্লা প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে শিক্ষার্থীরা জানায়, দেশে শান্তি ফিরিয়ে আনতে ও শিক্ষার্থীদের দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হলে তারা আবারও আন্দোলনের ডাক দেবে।
কালের আলো/এসএকে