বনানীর আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, নিহত ৭

প্রকাশিতঃ 1:22 pm | March 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন মারা গেছে।

নিহতের মধ্যে একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও তিন জনকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎকরা মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে আব্দুল্লাহ আল ফারুক নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আব্দুল্লাহ আল ফারুকের শরীরের শতকরা ৯০ ভাগ পুড়ে গিয়েছিল। এছাড়া আবু হোসেন ও রেজাউল আহমেদ নামে দুইজনকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন ও ইউনাইটেড হাসপাতালের চিকিৎকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, ইউনাইটেড হাপসাতালে মৃত তিনজনই পুরুষ। এরা হলেন, মনির (৫০), মামুন (৩৬) ও মাকসুদুর রহমান (৩২)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক শ্রীলংকান নাগরিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। ইউনাইটেড হাসপাতপালে চিকিৎসাধীন পাঁচজন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যে ব্যক্তিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা, তার নাম নীরস। বয়স প্রায় ৩৫ বছর।

অন্য দিকে অ্যাপোলো হাসপাতালে মারা গেছেন আমেনা এবং বনানী ক্লিনিকে মারা গেছেন পারভেজ সাজ্জাদ।

চিকিৎসকরা জানান, মারা যাওয়া অধিকাংশ ব্যক্তিরা আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফ দিয়েছিলেন। প্রাণ বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন অনেকে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩৫ জন, ইউনাইটেড হাসপাতালে ১৯ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৪ জন চিকিৎসা নিচ্ছেন।

কুর্মিটোলা জেনালের হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল গাজী মোহাম্মদ রশীদ-উন-নবী বলেন, আমাদের হাসপাতালের ৩৫ জনকে আনা হয়েছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। ধোঁয়ায় এবং আতঙ্কে তারা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহয়তা করছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার(২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন।

কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

কালের আলো/এমএইচএ