আজ ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিটহাউস ময়দানে বাদ জুহুর লাখো লাখো জনতার উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারী ভাষণ দিবেন
প্রকাশিতঃ 11:17 am | February 15, 2025

মোঃ শামসুল আলম খান, কালের আলো:
আজ ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিটহাউস ময়দানে বাদ জুহুর লাখো লাখো জনতার উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারী তাফসির মাহফিল। ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আল ইসলাম ট্রাস্ট, ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের জন্য ময়মনসিংহ বিভাগের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লিখেন ময়মনসিংহ বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে, আল ইসলাম ট্রাস্টের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। “আসুন, দেখা হবে, কথা হবে।”
মাহফিলকে সফলভাবে আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ৬০ ফুট বাই ৩০ ফুটের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। দর্শকদের সুবিধার্থে ২২টি এলইডি স্ক্রিন ও দুই শতাধিক মাইক বসানো হয়েছে, যাতে দূর থেকেও বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও জেনারেটর সংযোজন করা হয়েছে, যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে।
মাহফিলটিতে সভাপতিত্ব করবেন দেশের বরণ্যা ইসলামী চিন্তাবিদ শতবর্ষী কাতলাসেন কাদেরিয়া কামেল আলিয়া মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস শাইখুল হাদিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম দাঃবাঃ।
জনাব মাওলানা আজহারীর আগমনকে ঘিরে ব্যাপক প্রাণ চঞ্চল্য উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এই ধরনের সমাবেশ বিগত ৫০ বছরেও ময়মনসিংহের মাটিতে হয়নি। দেশ বিদেশের ইসলামিক চিন্তাবিদ তার বয়ান শোনার জন্য একাধিক সূত্র এই প্রতিবেদক কে জানিয়েছেন। এছাড়া ফুলবাড়িয়ার কৃতি সন্তান সমাজসেবক কামরুল হাসান মিলনের নেতৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসন থেকে কামরুল হাসান মিলন জামাতের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করবেন ইতিমধ্যে সরাসরি ভয়েজ অফ ফুলবাড়িয়া নামে একটি ইউটিউব চ্যানেল মীর জাহিদের নেতৃত্বে প্রচারণার কাজ শুরু করেছেন এবং এই চ্যানেলটি প্রচার কাজে মুখ্য ভূমিকা রেখে চলেছে ঐতিহাসিক ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ থেকে।
কালের আলো/এমডিএইচ