বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুলের বাড়ি ভাঙচুর, আগুন
প্রকাশিতঃ 7:59 am | February 08, 2025

ভোলা প্রতিবেদক, কালের আলো:
ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে জয়া রোডের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সাবেক মেয়র রফিক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদের ভাগিনা ও ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই হওয়ায় আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিকভাবে প্রভাব খাঁটিয়ে পুরো উপজেলায় একক ক্ষমতার বলয় তৈরি করেছিলেন রফিকুল ইসলাম।
তিনি বোরহানউদ্দিন পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের সময় তোফায়েল আহমেদ ও আলী আজম মুকুলের প্রভাবে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেন বলেও অভিযোগ স্থানীয়দের।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন জানান, রফিকুল ইসলামের প্রতি আওয়ামী লীগ দলীয় অনেক নেতা-কর্মীরাও ক্ষুব্ধ ছিলেন। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় জনতা। তবে হামলার সময় ওই বাড়িতে কোনো লোকজন ছিল না বলে জানা গেছে।
কালের আলো/এসএকে