এরশাদের অসংখ্য কীর্তি অক্ষয় হয়ে আছে : রওশন এরশাদ
প্রকাশিতঃ 8:56 pm | March 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের ৯০তম জন্মদিনে তার প্রশংসা করলেন স্ত্রী সাবেক বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, এমপি।
তিনি বলেছেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ দিয়েছিলেন। কিন্তু দেশটি গড়ার জন্য পর্যাপ্ত সময় বঙ্গবন্ধু পাননি। কিন্তু দেশ গড়ার জন্য হুসেইন মুহাম্মদ এরশাদের অসংখ্য কীর্তি অক্ষয় হয়ে আছে।
বুধবার (২০ মার্চ) গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে এরশাদের ৯০তম জন্মদিনের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ দলীয় নেতাকর্মীদের কাছে এরশাদের জন্য দোয়া প্রার্থনা করে বলেন, সবাই পার্টির চেয়ারম্যানের জন্য দোয়া করুন যাতে তিনি সুস্থ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।
তিনি বলেন, এরশাদ ৯ বছরে উন্নয়নের যে রেকর্ড গড়েছেন তা কেউ ভাঙতে পারবে না।
নিজের জন্মদিনের অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমার মতো অত্যাচারিত, নির্যাতিত ও নিষ্পেষিত নেতা আর কেউ নেই। আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম, কেউ পাশে ছিলো না।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, শত অত্যাচার আমাদের দমাতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলেছি, তাই শত ষড়যন্ত্র আমাদের ধ্বংস করতে পারেনি। অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সে দলকে কেউই ধংস করতে পারবে না।
অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, আজ শপথ নেবার দিন। আমরা শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ আমরা গড়বোই। জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে এগিয়ে যাবে।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএইচএ